নিজস্ব প্রতিবেদক॥
ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক সময়ে ছিনতাই বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দের সম্প্রীতির আহবান” ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম।
গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের কর্মপরিকল্পনা সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। শহরের এ মালেক কনভেশন হল এন্ড কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ মামুন ও সাঈদ হাসান সানির সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া এর সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সহসভাপতি এডভোকেট ইসমত আরা, এড তাসলিমা সুলতানা খানম নিশাত, মো মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জহির রায়হান, তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কুমিল্লা অঞ্চলের সিনিয়র সমন্বয়ক আবুল বাশার।
+ There are no comments
Add yours