ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে নারীদের উপস্থিতি বেশি

Spread the love


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে চলছে বেচাকেনা। শহরের সব বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে পড়া ভিড়। ঈদ সামনের রেখে বাজারে মানুষের পদচারণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্রেতাদের আকর্ষণে শপিং মলগুলো সাজানো হয়েছে বাহারি সাজে। গতকাল কোর্টরোড, পৌর আধুনিক সুপার মার্কেট, নিউমার্কেট, সমবায় মার্কেট ও হকার্স মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক ক্রেতা ঈদের কেনাকাটা করছেন। শিশু, নারী, তরুণ ও তরুণীরা ঈদ উপলক্ষে আসা পোশাক দেখছেন। তবে বিপণিবিতানগুলোয় নারী ক্রেতাদের উপস্থিতি ছিল বেশি। সামর্থ্যের মধ্যে পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী সামগ্রী কিনে খুশিমনে বাড়ি ফিরছেন সবাই। এবার ঈদ বাজারে নারী ক্রেতারা সংখ্যা বেশি।
নাটাই থেকে কেনাকাটা করতে আসা লাভলী আক্তার বলেন, ‘আমি আমার জন্য একটি থ্রিপিস কিনেছি এবং আমার ছোট বোনের জন্য একটি থ্রিপিস কিনেছি। অন্যান্য ঈদের চেয়ে এবার কাপড়চোপড়ের দাম একটু বেশি।’
রামরাইল থেকে আসা মৌসুমী আক্তার বলেন, ‘আমি আমার বাবার সঙ্গে কেনাকাটা করতে এসেছি। আমি থ্রিপিস, জুতা ও কিছু কসমেটিকস কিনেছি। আমার খুব ভালো লাগছে।’
বিক্রেতারা বলেন, ‘বেচাকেনা হচ্ছে। তবে কাপড়চোপড়ের দাম একটু বেশি হওয়ায় ক্রেতারা ঘুরাফেরা বেশি করে।’ দাম বেশি হওয়ায় কারণ জানতে চাইলে তারা বলেন, ‘বেশি দামে আমরা কাপড় কিনে আনছি, তাই বিক্রিও বেশি দামে করতে হচ্ছে।’

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours