ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ডা. ফরিদুল হুদার স্মরণে ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলার আয়োজন করা হয়। শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের শেরপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আয়োজনটিতে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলার এ আয়োজনে ধারাভাষ্যকার ছিলেন সানাউল হক ও ডা. মতিন রহমান। খেলাটি পরিচালনা করেন এরশাদ মিয়া, কালা মিয়া ও ইলিয়াছ মিয়া। এ খেলায় বিজয়ী হয়েছে হলুদ দল ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. ফরিদুল হুদা চিকিৎসা সেবার পাশাপাশি খেলাধুলার প্রতি নিবেদিত ছিলেন। তিনি জেলার হারিয়ে যাওয়া খেলাগুলো পুনরুদ্ধারের জন্য সর্বাধিক চেষ্টা করেছেন যার মধ্যে গুটিদাড়া খেলাটি অন্যতম। খেলাটি বাংলাদেশের আর কোথাও হয় না বলে আয়োজকরা দাবি করেন।
অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. ফরিদুল হুদার সন্তান ডা. নাজমুল হুদা বিপ্লব, বদরুল হুদা, ফারুক আহমেদ ভুইয়া, শামীম আহমেদ, ডা. মতিন আহমেদ, নূরুল আমিন, মূসা খান, রিপন দেবনাথ।
+ There are no comments
Add yours