প্রতি বছর ২০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

Spread the love


অনলাইন ডেস্ক॥
নতুন সরকারের চ্যালেঞ্জ দ্রবমূল্য নিয়ন্ত্রণ ও তরুণদের বেকারত্ব দূর করা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তরুণদের বেকারত্ব দূর করা আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। প্রতি বছর ২০ লাখ তরুণকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী ৫ বছরে এক কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা খুব জরুরি বলে আমি মনে করি।
নতুন সরকারের শপথ নিতে বঙ্গভবনে এসেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো গাড়িতে করে তারা শপথ নিতে আসেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বিকাল সাড়ে ৫টায় বঙ্গভবনে প্রবেশ করেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours