৩৪ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২৫

Spread the love

৩৪ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২৫

মোহাম্মদ ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া থেকে॥
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৩৪ জন প্রার্থীর মধ্যে ২৫ জন জামানত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৯১০। বিএনএমের প্রার্থী জামাল রানা পেয়েছেন ৯৩১ ভোট, বিএসটির প্রার্থী সোহেল মোল্লা ৬৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান হামিদী ৪৭৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ মো. নূরে আজম ৩৭৬ ভোট, এনপিপির প্রার্থী সৈয়দ মাহমুদুল হক ৩০৯ ভোট, জাসদের প্রার্থী আবদুর রহমান খান ২২৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১ লাখ ৩৬ হাজার ৩৮৪ ভোট পড়েছে। বাংলাদেশ ইসলাম ফ্রন্টের প্রার্থী ‘মোমবাতি’ প্রতীকে পেয়েছেন ৪২৭ ভোট, জাতীয় পার্টির ‘লাঙল’ প্রতীকের প্রার্থী শাহনুল করিম ২০৪ ভোট ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোহাম্মদ বকুল হোসেন ‘হাতুড়ি’ প্রতীকে ১৪০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ১১৯ ভোট। এখান জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া ‘লাঙল’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪০৮ ভোট পেয়েছেন। এছাড়া, প্রয়াত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূইয়ার ছেলে ‘সোনালী আঁশ’ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী মাইনুল হাসান ৪ হাজার ৩১৮ ভোট, ‘মিনার’ প্রতীকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবুল হাসানাত ৯৯৪ ভোট, ‘আম’ প্রতীকে এনপিপির প্রার্থী মো. রাজ্জাক হোসেন ৩৭৯ ভোট ও ‘ফুলের মালা’ প্রতীকের বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কদ্দুছ ৫২২ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৮২৭। এনপিপির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ছৈয়দ জাফরুল কদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ভোট পড়েছে ১ লাখ ৭২ হাজার ২০৯। জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মোবারক হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট, ‘মিনার’ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান ২ হাজার ৭৫৪ ভোট, ‘ফুলের মালা’ প্রতীকের প্রার্থী ছৈয়দ জাফরুল কদ্দুছ ৭৭৬ ভোট, বিএসপির প্রার্থী জামাল সরকার ৭৬২ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এ কে এম মমিনুল হক ‘ঈগল’ প্রতীকে ৪৭১ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী ৪৩৩ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৭৯২। ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ২ হাজার ৮১৭, এনপিপির প্রার্থী মো. সফিকুল ইসলাম ১ হাজার ৭৩২ ভোট ও বিএসপির প্রার্থী কবির মিয়া ১ হাজার ৩৭৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours