নতুন এমপিদের শপথ বুধবার সকালে

Spread the love

অনলাইন ডেস্ক॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে আগামীকাল বুধবার। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করানো হবে।
দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।
নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।
ইসি সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ করানো হবে।
এদিকে সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। শপথের জন্য শপথ কক্ষের প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে। গত রোববার নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই সংসদ সচিবালয় থেকে শপথের প্রস্তুতি নেওয়া শুরু হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours