অনলাইন ডেস্ক ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে মাদকের বিষয়টি। গতকাল মঙ্গলবার সকালে বিজয়নগরের সিঙ্গারবিল বাজারে এক পথ সভায় দলটির প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বক্তব্যেও বিষয়টি উঠে আসে। তিনি বলেন, মাদক কিনবেন, নাকি দুধ কিনবেন, সেটা আপনাদের (জনগণে) ওপর ছেড়ে দিলাম।
মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে বিজয়নগরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। আমি গত ১৩ বছরে কী করতে পেরেছি, সেটা আপনারা জানেন। ভোট দেওয়ার সময় আপনারা বিষয়টি বিবেচনা করবেন। তিনি মাদক ব্যবসায়ীকে না বলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস নাছিমা লুৎফুর রহমান (নাসিমা মুকাই আলী), উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নাসহ দলীয় নেতা-কর্মীরা ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
+ There are no comments
Add yours