ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

Spread the love


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি॥

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫২তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে জেলা শহরের ফারুকী পার্কের স্মৃতিসৌধে ৭১’এর শহিদদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো স্মৃতিসৌধ এলাকা।
পরে শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এজেডএম আরিফ হোসেনের নেতৃত্বে সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, সভাপতি দীপক চৌধুরী বাপ্পির নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন পুস্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এদিকে জেলার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours