ব্রাহ্মণবাড়িয়ায় আজ থেকে শুরু হচ্ছে বিজয় উৎসব ২০২৩

Spread the love

ফ্রন্টিয়ার রিপোর্ট :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যদিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় ১৯৭১ সালে বিজয়ের মাস ডিসেম্বরে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় চূড়ান্ত বিজয়ে আসে এ মাসের ১৬ ডিসেম্বরে। বীর বাঙালির অবিনাশী চেতনাকে ফিরে দেখার প্রত্যয় নিয়ে বিজয়ের মাস ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়ায় আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার ৩৩ টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সমন্বিত সাংস্কৃতিক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে বিজয় উৎসব ২০২৩। এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে বিজয় উৎসবের শুভ উদ্বোধন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১), ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা খাতুন। উদ্বোধনী সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সবার সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন সমন্বিত সাংস্কৃতিক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours