ফ্রন্টিয়ার রিপোর্ট :
আমেরিকা – বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি(আভার)উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি বি. মেহের চৌধুরী কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় দুঃস্থ ও সমস্যাবৃত্ত মহিলাদের মাঝে সেবা সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ ১১ ডিসেম্বর সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইল কান্দি গ্রামে প্রায় দুই শতাধিক নারীদের মাঝে অর্থ সহায়তা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, ফাতেমা কবীর, আফসানা সুলতানা, ডলি আহসান প্রমুখ। অন্যান্যের মধ্যে মুন্নী ফাতেমা জুই।
অনুষ্ঠানে আভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বি. মেহের চৌধুরী বলেন , আমেরিকা প্রবাসী হলেও বাংলাদেশের মানুষের প্রতি, শেকড়ের প্রতি টান সবসময়ই। শৈশব কৈশোরের স্মৃতি , মাতভূমির প্রতি, দেশেরমানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই ২০১০ সাল থেকে সেবা কর্মসূচী চলছে এবং যতদিন বাঁচি তা অব্যাহত থাকবে। আমরা চাই এদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক। আভা সবসময়ই মানুষের সেবায় নানা মূখী কাজ করছে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করে বেকারত্ব মোচনেরও আহবান জানান।
+ There are no comments
Add yours