ফ্রন্টিয়ার রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ফিরোজুর রহমান ওলিও। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ওলিও ফেসবুক পেজে লাইভে এসে এই ঘোষণা দেন। জানান, তিনি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেবেন। যদিও তিনি স্বতন্ত্র নাকি কোনো দলের হয়ে লড়বেন তা এখনো নিশ্চিত করেননি।
ওলিও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মনোনয়ন না পেলেও প্রার্থী হতে বাধা নেই। আমি ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের শোক সভায় এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। আমার সেই কথা এখন না রাখলে গুনাহ হবে। আমি এমপি নির্বাচন করবো। তিনি বলেন, আমার সাথে কেউ আসলে স্বাগত জানাবো। কারো সমস্যা হোক কিছু করবো না। আমি তো আমার ভোট দিতে পারবো। নির্বাচনকে সামনে রেখে অনেকেই বিভিন্ন ধরনের বাজে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
ফিরোজুর রহমান আরো বলেন, আমি আল মামুন সরকারের শোক সভাতেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানি না তবু আমার নিজের ভোটটা দিতে হলেও এমপি নির্বাচন করবো। তবে কোন দল নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা এক-দুই দিনের মধ্যেই জানাবেন ফিরোজুর রহমান ওলিও।
লায়ন ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুলতানপুর ইউনিয়ন পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের উদ্যোগ পরিচালক এবং সোনালি লাইফ ইন্সুইরেন্স কোম্পানির পরিচালক পদে আছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
+ There are no comments
Add yours