অনলাইন ডেস্ক :
বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এখন থেকে দিল্লিতে অবস্থিত দূতাবাস দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। ২৬ নভেম্বর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি মাসের শুরুতে এ অঞ্চলের বাংলাদেশ-নেপালসহ বিশ্বের অন্তত এক ডজন দেশে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। দেশটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ গত সপ্তাহে ঢাকা ছাড়েন।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে বহুপক্ষীয় ইস্যু ছাড়া খুব বেশি দ্বিপক্ষীয় সম্পর্ক নেই বাংলাদেশের। তাই দেশটিতেও বাংলাদেশের কোনো দূতাবাসও নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দেখভাল করা হয়।
+ There are no comments
Add yours