ফ্রন্টিয়ার রিপোর্ট :
কুমিল্লার বরুড়ায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে আজ ২৬ নভেম্বর রবিবার উপজেলার পয়ালগাছা ইউনিয়নের মানিক সার গ্রামের মোঃ সেলিম মিয়া ও শামসুন নাহার এর কন্যার সাথে লাকসাম উপজেলার চিতষী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মোঃ শাহিন মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক এর সাথে পুর্ব ঘোষনা অনুযায়ী বিবাহের দিন ধার্য হয়।
তারই সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সহায়তায় বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বরুড়া থানা পুলিশের টিম সরেজমিনে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে এবং মেয়ের বিবাহের উপযুক্ত বয়স না হওয়ার আগ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না মর্মে লিখিত ভাবে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ ইব্রাহিম খলিল, বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর হৃদয় ভৌমিক, বরুড়া থানা এস আই মোঃ ইয়াকুব সহ সংগীয় ফোর্স ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours