কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

Spread the love

ফ্রন্টিয়ার রিপোর্ট :
ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস-৪৮২’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ ২৫ নভেম্বর শনিবার বিকেল সোয়া ৪টার দিকে গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মিজানুর রহমান।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধারকাজ শুরু হবে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

তবে ওই ট্রেনের যাত্রী ফখরুদ্দিন আহাম্মদ পিনাক জানিয়েছেন, এই ট্রেনটি দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জ গিয়ে আবার ঢাকায় ফিরে আসে। তিনি এই ট্রেনেই আজ ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার স্থানটি পার হওয়ার সময় ট্রেনটি বিপজ্জনকভাবে দুলছিল। ফলে লাইনে আগে থেকেই বড় ধরনের ত্রুটি ছিল বলে তার ধরণা। আর সেই কারণেই দুর্ঘটনার সময় রেলের লাইনটি ভেঙে গেছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের ঊধ্বর্তন উপসহকারী প্রকৌশলী মো. আনিসুজ্জামানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours