আপিলেও জামিন পেলেন না হলমার্কের জেসমিন

Spread the love


অনলাইন ডেস্ক:

দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি ৩ মাসের জন্য মুলতবি করে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ।
আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আসিফ হাসান।
ভুয়া লেটার অব ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ২০১৯ সালের ১০ মার্চ জেসমিনকে জামিন দেয় হাইকোর্ট।
তবে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই বছরের ১৬ জুন হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে এবং জেসমিনকে ৪ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে ২০২২ সালের ৩০ আগস্ট জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জেসমিনের জামিন আবেদন খারিজ করেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চান জেসমিন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours