চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি: আ.লীগের ৬ নেতা আটক

Spread the love


অনলাইন ডেস্ক॥
সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টায় চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন।
আটককৃতরা হলেন- মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪৮), মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮), ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা বাদশা (৪২), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪) এবং যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম ওরফে ডাকাত রহিম (৩২)।
পাহাড়তলি থানা পুলিশ বলছে, রাতে তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।
তাদের বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায়, চুরি-ডাকাতি, ভাঙচুর-অগ্নিসংযোগ ও মাদক চোরাচালান, জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ গণমাধ্যমকে বলেন, সরাইপাড়া এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। এ সময় তাদেরকে জড়ো হতে দেখে আটক করে থানায় নিয়ে আসি। সূত্র: ডেইলি বাংলাদেশ।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours