ইবতেদায়ী মাদরাসার প্রতি বৈষম্য করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

Spread the love


অনলাইন ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ী মাদরাসার প্রতি বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ইবতেদায়ী মাদরাসার শিক্ষাকে জাতীয়করণ করাসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে। সরকার যাতে ইবতেদায়ী মাদরাসাগুলোর সমস্যা সমাধানে উদ্যোগ নেয় সে লক্ষ্যে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের উদ্যোগে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, সব ধর্মের মানুষ যাতে নিজ-নিজ ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায় থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দালনের ঘটনাবলী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আল কুরআনের আদর্শ ও মূল্যবোধ যাতে দেশের বৃহত্তর মুসলিম ধর্মের ছাত্ররা প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাগ্রহণ করতে পারে, সেই উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার যাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের দাবিসমূহ মেনে নেন সেই লক্ষ্যে আমি আন্তরিকতার সঙ্গে সুপারিশ করব। সবাইকে এ লক্ষ্যে সভা-সমাবেশ সেমিনার করে গণসচেতনতা তৈরি করতে হবে বলে পরামর্শ দেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, ইবতেদায়ী মাদরাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব হবে। ইবতেদায়ী শিক্ষকদের প্রশিক্ষণের কোনও প্রতিষ্ঠান নেই, এটি একটি বৈষম্য। এদেশে বৃহত্তর জনগোষ্ঠীর দাবি বাস্তবায়নে শিক্ষা, ধর্ম চর্চা ও ধর্ম শিক্ষা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন তিনি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours