ভৈরবে দুম্বা বিক্রি করে বছরে ৫ লাখ টাকা আয়

Spread the love

কিশোরগঞ্জের ভৈরবে বাণিজ্যিকভাবে দুম্বা পালন শুরু করেন দুই যুবক। টার্কি জাতের এ দুম্বার খামার করে তারা এখন স্বাবলম্বী। দুম্বা বিক্রি করে বছরে আয় করেন ৪ থেকে ৫ লাখ টাকা। ফেসবুক পেজের মাধ্যমে বেচাকেনায় ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। তাদের এ খামার দেখে দুম্বা পালনে আগ্রহ বাড়ছে অনেকেরই। উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চানপুর গ্রামের বিদেশ ফেরত সবুজ ভূঁইয়া ও তার বন্ধু সোহরাব হোসেন মিলে ঢাকার একটি খামার থেকে টার্কি জাতের দেড়-দুই মাস বয়সী দুম্বার ৬টি বাচ্চা এনে লালন-পালন শুরু করেন। বাচ্চাগুলোর ৭ থেকে ৮ মাস বয়স হতেই প্রজন্ম শুরু করে। বর্তমানে তার খামারে রয়েছে প্রাপ্ত বয়স্ক ৪০টি দুম্বা। একেকটি দুম্বা বিক্রি হচ্ছে ১ থেকে দেড় লাখ টাকা। গত দেড় বছরে ১০০’র বেশি দুম্বা বিক্রি করেছেন তারা। বাচ্চা দেওয়ার পর তারা ‘গটফার্ম’ নামে ফেসবুক পেজ আর ইউটিউবে প্রচার করলে সঙ্গে সঙ্গেই অনেকে বুকিং দিয়ে রাখেন খামার করার উদ্দেশ্যে। তাই অধিক মূল্যের এই দুম্বা বিক্রি করতে খামারিদের কোনো চিন্তা করতে হয় না। এ ধরনের খামার শুধু ভৈরবেই নয়, সারা দেশেই খুব একটা চোখে পড়ে না। এ পেশায় মানুষের মাঝে আগ্রহও বাড়ছে। দুম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। যে কেউ দুম্বা পালন করে লাভবান হতে পারে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours