অনলাইন ডেস্ক॥
হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত অঞ্চলে পঞ্চগড় অবস্থান হওয়ায় পাহাড় হতে প্রবাহিত হিম বাতাসে বাড়াচ্ছে শীতের পরশ।
শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টায় মৌসুমী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস৷
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, এই তিনদিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। মাঝরাতের পর ভোর পর্যন্ত কাঁথা ছাড়া ঘুমানো যাচ্ছে না।
+ There are no comments
Add yours