মঙ্গল গ্রহে যাবে ১০ লাখ মানুষ মঙ্গল গ্রহে যাবে

Spread the love


অনলাইন ডেস্ক॥
২০২১ সালে ইলন মাস্ক মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘মানুষ অন্যান্য প্রাণীর মতো এক গ্রহের প্রাণী হতে পারে না; মানুষকে একাধিক গ্রহে বসবাসকারী প্রাণী হতে হবে। মানুষ আজ থেকে ৫০ বছরেরও বেশি সময় আগে শেষবার চাঁদের বুকে পা রেখেছিল। মানুষকে আবার সেখানে যেতে হবে এবং সেখানে স্থায়ী ভিত্তি তৈরি করতে হবে। এরপর মঙ্গলের বুকে শহর বানিয়ে মানুষকে একাধিক গ্রহে বসবাসকারী সভ্যতার ধারক-বাহক হতে হবে। হবে।’
তিনি আরও বলেন, দীর্ঘ মেয়াদে মানুষ্য সভ্যতা টিকিয়ে রাখতে হলে মানুষকে একাধিক গ্রহের বাসিন্দা হতে হবে। এছাড়া বিকল্প পথ নেই। ইলন মাস্কের স্বপ্নকে বাস্তরে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তার মালিকানাধীন মহাকাশ প্রযুক্তিগত প্রতিষ্ঠান স্পেসএক্স। গত বছর এপ্রিলে শক্তিশালী রকেট ‘স্টারশিপ’ রকেটটির পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এরপর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বড় রকেট ‘স্টারশিপ’ তার পরবর্তী ফ্লাইটে সফল হতে পারে। স্পেসএক্স তিন থেকে চার বছরের মধ্যে মঙ্গলে একটি মহাকাশযান অবতরণ করাতে পারে। আর সেই মহাকাশযানে করেই মানুষ যাবে মঙ্গলে। এ বছর মনুষ্যবাহী মহাকাশযান মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করলেও পরে তা বাতিল করে দেয় স্পেসএক্স। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গল গ্রহ পরিকল্পনা নিয়ে কাজের আভাস দিয়ে একটি পোস্টে মাস্ক লিখেছেন, ‘আমরা ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নেওয়ার পরিকল্পনা করছি।’ তিনি আরও জানান, ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে বিমানে ভ্রমণ করার মতো করেই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাতায়াত করা যাবে। তবে তার জন্য স্পেসএক্সকে মঙ্গল গ্রহ নিয়ে আরও অনেক কাজ করতে হবে। আগামী কয়েক বছরের মধ্যে তার স্বপ্ন সত্যি হতে চলেছে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ইলন মাস্ক জানান, ‘যেদিন স্টারশিপ উৎক্ষেপণ সফল হবে, সেদিন তার লালিত স্বপ্ন সফল হবে। আর এই বিষয়টি সম্ভব হবে স্টারশিপ এর মাধ্যমেই’।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours