ছিনতাই হওয়া ২২ মোবাইল ফোনসহ নারী গ্রেফতার

Spread the love


অনলাইন ডেস্ক॥

গ্রেফতার হওয়া ওই নারী হলেন উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের ইশা আক্তার। বুধবার বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এসব মোবাইল ফোন উদ্ধারসহ এই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর স্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো.মাহফুজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া যেতে আখাউড়া থেকে সিএনজিতে উঠেন। এ সময় সিএনজিটি পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে চালকসহ ২ জন ছিনতাইকারী কৌশলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা ৩০টি মোবাইল ফোন ও নগদ ৬৪ হাজার ৩৮০ টাকা ছিনতাই করে নিয়ে দ্ ‍ুত পালিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।

এ ঘটনায় পুলিশ গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার উপজেলার বাউতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাই হওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধারসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরো বলেন, ছিনতাইকারীর মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের অভিযান নিয়মিত চলছে যেকোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours