খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত যুক্তরাজ্যে পাঠানো হবে : ফখরুল

Spread the love


অনলাইন ডেস্ক॥

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার বিকেলে ফেনীর ছাগলনাইয়ার আদালত মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে। ছোট্ট একটি স্যাঁতস্যাঁতে কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল, তিনি অসুস্থ…। তাকে সহসাই চিকিৎসার জন্য বিলেত পাঠানো হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কিনা তা জনগণ ঠিক করবে। তবে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি হওয়া উচিত।

বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনাসহ দস্যুরা পালিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সব জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, বেলাল আহমেদ, রেহানা আক্তার রানু, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, গাজী হাবিবউল্লাহ মানিক, যুগ্ম আহ্বায়খ আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন।

এর আগে, জেলার ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণ এবং শিক্ষার্থীদের ঢেউটিন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন মির্জা ফখরুল।

ফুলগাজী উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়িতে এসব উপকরণ বিতরণ করেন তিনি।

সেই সময় আরও হিসেবে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ অনেকে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours