অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলে একটি ভয়ংকর ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা একে ‘বোম্ব সাইক্লোন’ বলছেন। প্রশান্ত মহাসাগরসংলগ্ন মার্কিন কয়েকটি অঙ্গরাজ্যে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে।
এসব রাজ্যে ৭০ লাখের বেশি মানুষ বসবাস করেন। ঝড়ের প্রভাবে সেখানে দমকা বাতাস, ভারী বৃষ্টিপাত, বন্যা, তুষারপাত ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়েছে।
মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, মঙ্গলবার থেকেই এই ঝড় ওই অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। সপ্তাহের শেষ নাগাদ এটি আরও তীব্র হতে পারে।
তীব্র বাতাস, বৃষ্টি,তুষারপাত ছাড়াও এই ঘূর্ণিঝড়ে আকস্মিক বন্যা, ভূমিধস, এবং উচ্চভূমিতে ভারী তুষারপাত ও তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এনওএএ-এর আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, এই ঝড় প্যাসিফিক নর্থওয়েস্টের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত ঘটাতে পারে। সেখানে প্রতি ঘণ্টায় ২-৩ ইঞ্চি তুষার জমতে পারে এবং বাতাসের গতি ঘণ্টায় ৬৫ মাইল (২৯ মিটার প্রতি সেকেন্ড) পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, ‘বোম্ব সাইক্লোন’ নামে পরিচিত এই ঝড়টি উপকূলের কাছে বায়ুচাপ দ্রুত হ্রাস পাওয়ার কারণে তৈরি হয়েছে। এর জেরে আবহাওয়ার এই পরিস্থিতিকে দ্রুত চরম আকার ধারণ করেছে।
+ There are no comments
Add yours