অনলাইন ডেস্ক॥
সুকুমার পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার এ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির গল্প, আইটেম গান ঝড় তুলেছিল ভক্তদের মনে; মুক্তির পর দাপিয়ে বেড়ায় বক্স অফিস।
নির্মিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট। এ সিক্যুয়েলে আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন যেমন নজর কেড়েছেন, তেমনি শ্রীবল্লি চরিত্রে রাশমিকাও প্রশংসা কুড়াচ্ছেন। এরপর থেকে ‘পুষ্পা টু’ সিনেমার চর্চা আরো জোরালো হয়েছে। কিন্তু সিনেমাটিতে অভিনয়ের জন্য কত টাকা নিয়েছেন রাশমিকা মান্দানা?
ইন্ডিয়া ডটকমের তথ্য অনুসারে, প্রথম পার্টের চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমায় রাশমিকার চরিত্র আরো বেশি গুরুত্বপূর্ণ। সিনেমাটিতে অভিনয়ের জন্য ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি ৮ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম রাশমিকা।
‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ভারতের কর্ণাটকের কোগাড়ু জেলায় জন্ম ও বেড়ে ওঠা রাশমিকার। শুধু যে বাহ্যিক সৌন্দর্য রয়েছে তা কিন্তু নয়, ‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায় রাশমিকা সেটিই। মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্য অর্থাৎ তিনটি বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে এই অভিনেত্রীর।
কলেজ জীবন থেকে মডেলিং শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১৪ সালে ‘ক্লিন অ্যান্ড কেয়ার টাইমস ফ্রেশ ফেস’ খেতাব জেতেন তিনি। এতেই তার জীবনের মোড় ঘুরে যায়। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চিত্রজগতে অভিষেক হয় তার। কন্নড় ভাষায় নির্মিত অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। এতে রাশমিকার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (সিমা) সেরা অভিনেত্রীর পুরস্কারও ঝুলিতে ভরেন তিনি। পরে ‘অঞ্জনি পুত্র’ ও ‘চমক’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। দ্বিতীয়টির জন্য ফিল্ম ফেয়ার মনোনয়নও জেতেন।
ধীরে ধীরে দক্ষিণের অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ শুরু করেন রাশমিকা। ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে নাম লেখান তিনি। ২০১৮ সালে বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার ‘গীতা গোবিন্দম’ সিনেমাটি দর্শকের মাঝে সাড়া ফেলে।
পরবর্তী সময়ে ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেুরু নীকেবাড়ু’, ‘ভীষ্মা’, ‘সুলতান’, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাগুলোর মাধ্যমে দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়িকাদের দলে যুক্ত হন রাশমিকা। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। গত বছর ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে তাক লাগিয়ে দেন রাশমিকা। আপাতত রাশমিকা অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমার অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা।
+ There are no comments
Add yours