রুনা লায়লার জন্মদিন আজ

Spread the love


অনলাইন ডেস্ক॥
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ৭১ পেরিয়ে ৭২ বছরে পা রাখলেন। এবারের জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটাবেন বলে জানিয়েছেন রুনা লায়লা। তবে চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমার সার্বিক তত্ত্বাবধানে আজ দুপুর ১২টায় সানজিদা রহমানের উপস্থাপনায় রুনা লায়লাকে ঘিরেই ‘তারকা কথন’ অনুষ্ঠানটি প্রচার হবে ঘণ্টাব্যাপী। রুনা লায়লার সঙ্গে এই আয়োজনে দেশের বেশ কয়েকজন প্রখ্যাত সংগীতশিল্পীও উপস্থিত থাকবেন। এ ছাড়া আজ রাত আটটায় রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে এনিগমা টিভিতে ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গায়ক ইউসুফের উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন সাব্বির জামান ও প্রিয়াঙ্কা। এ ছাড়া অন্য বেশ কয়েকটি চ্যানেলেও নানাভাবে রুনা লায়লাকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হবে।
জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই- যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন; ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি। সংগীত জীবনে দীর্ঘ ষাট বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছি তাতে আমি মনেকরি সবার দোয়াতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। বিশেষত জন্মদিন এলে বাবা-মা আর আমার বড় বোন দীনা লায়লাকে ভীষণ মিস করি।’ তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কীÑ গান নিয়েইতো আমার সারাবেলার ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে। আমার সুরে যেমন কয়েক শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব সে পরিকল্পনাও আছে। যেমনÑ এরইমধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটি গান করেছি। সামনে আরও গান আসছে।’

সুরেলা কণ্ঠ দিয়েই যুগের পর যুগ শ্রোতা-দর্শককে মুগ্ধ করে চলেছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। সিলেটে জন্ম নেওয়া রুনা লায়লার গ্রামের বাড়ি রাজশাহীতে। গানের পাশাপাশি কয়েক বছর আগে সুরকার হিসেবেও তার অভিষেক হয়। এমএ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় সুরকার হিসেবে নিজের অভিষেক ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। পরে তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলি খান, আদনান সামি, আঁখি আলমগীর, তানি লায়লা, লুইপা, হৈমন্তী। আঁখি আলমগীর, লুইপা, হৈমন্তীর গানগুলো রাজা ক্যাশেফের মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ থেকে প্রকাশ হয়েছিল।

রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ‘দি রেইন’, ‘যাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমাতে প্লে-ব্যাকের জন্য। রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’। এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে আর কখনও অভিনয় করার আগ্রহ নেই তার। রুনা লায়লার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘যদি প্রশ্ন করো’। গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শফিক তুহিন, সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। তার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত আধুনিক গান তারই সুর করা ‘ফেরাতে পারিনি’ গানটি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours