বিজয়নগরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময়

Spread the love

মো. কেফায়েত উল্লাহ শরিফ, বিজয়নগর থেকে॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৮টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা হলেন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ,এম, জহিরুল ইসলাম, রুদ্র বাংলার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়, চ্যানেল ডিবিসি আন্তর্জাতিক (কুয়েত) প্রতিনিধি ও দৈনিক স্বাধীন বাংলার ক্রাইম রিপোর্টার মহসিন পারভেজ, কালের ছবির মোশাররফ হোসেন, ডেইলি অবজারভারের শফিকুর রহমান শাহিন, আলোকিত নিউজ প্রতিনিধি মেহেদী হাসান মিলন, বাংলা টিভির শামসুল ইসলাম লিটন, এশিয়ান টিভির সারোয়ার হাজারী, ইনকিলাব প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি মো. কেফায়েত উল্লাহ শরিফপ্রমুখ।
নবাগত ওসি রওশন আলী তাঁর বক্তব্যে বলেন, তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তিনি সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকে অপরাধ দমনের শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন। পুলিশ ও সাংবাদিক একসাথে অপরাধ দমনে কাজ করলে সমাজ থেকে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রসঙ্গত: ওসি রওশন আলী এর আগে পিবিআই’তে কর্মরত ছিলেন এবং তিনি বর্তমানে বিজয়নগর থানার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলসহ অন্যান্য অপরাধ দমনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours