কসবায় প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

Spread the love


কসবা প্রতিনিধি॥

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৪/২৫ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০ হাজার ৬শ ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিলো গম, ভুট্রা, সরিষা, সুর্যমুখী, পেঁয়াজ ও মশুর ডাল ও ধানের বীজ এবং সার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম জানান, উপজেলার রবিশস্য উৎপাদনকারী ১১৫০ জন কৃষকদের ৩০ কেজি মৌসুমী বীজ, ৭০ কেজি ডিএপি সার ও ৫৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ৩ হাজার ৭শ জন বোরো চাষীদের বিঘা প্রতি ২ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ ও ৫ হাজার ৮শ জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours