সভাপতি পদে তুমুল লড়াইয়ের আভাস!

Spread the love

বিশেষ প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-বিটিজেএ টিভি সাংবাদিকদের একমাত্র সংগঠন। আগামী ১২ নভেম্বর (বিটিজেএ) এর প্রথম নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে মধ্যে প্রতিযোগিতা হচ্ছে মাত্র ৪ পদে। সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও তথ্য-প্রযুক্তি সম্পাদক। প্রতি পদে দুইজন করে প্রার্থী প্রতিযোগিতা করছে। উল্লেখিত পদে যারা লড়ছেন: সভাপতি পদে মোহাম্মদ আরজু (বিটিভি), ও আল-আমীন শাহীন (বাংলা টিভি)। সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান লিমন(গ্লোবাল টিভি) ও জহির রায়হান (গাজী টিভি)। অর্থ সম্পাদক পদে আজিজুর রহমান পায়েল (আর টিভি) ও মাশুক হৃদয় (নিউজ২৪)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মনিরুজ্জামান পলাশ (এসএ টিভি) ও আজিজুল সঞ্জয় (এখন টেলিভিশন)। প্রসঙ্গত: বাকি ৭ পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্ধীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ সভাপতি পদে দুইজন আশিকুল ইসলাম (বাংলাভিশন) ও জালাল উদ্দিন রুমী (একাত্তর টেলিভিশন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম (যমুনা টেলিভিশন)। দফতর ও প্রচার সম্পাদক মীর মো: শাহীন (একুশ টিভি)। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পারভেজ (এশিয়ান টিভি)। কার্যকরী সদস্য পদে দুইজন আশেক মান্নান হিমেল (মাছরাঙ্গা টেলিভিশন) ও মেহেদী নুর পরশ(দেশ টিভি)। সূত্র জানায়, ২০১৮ সালের ৭ জুন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা সভাপতি মঞ্জুরুল আলম ও প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন জামী। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট (বিটিজেএ) এর প্রথম নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, নির্বাচন কমিশনার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা ও পীযূষ কান্তি আচার্য্য।
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। তবে ধারণা করা হচ্ছে সভাপতি পদে তুমুল লড়াই হতে পারে। কারণ মোট ভোটার মাত্র ২৯ জন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours