আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের মামলায় ৩ জন গ্রেপ্তার

Spread the love

বিশেষ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক মামলায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার দিনগত রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকায় ও দণি ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বড় কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে হামিদুল ইসলাম ফোরকান ও ম”ত নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে এরশাদুল ইসলাম ভুঁইয়া এবং ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের বাবুল ভুইঁয়ার ছেলে মো. তামিম ভুঁইয়া।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম বলেন, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা আখাউড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে মারধর করে কম্বল ছিনিয়ে নেয়। এ ঘটনায় তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে গত ২০ অক্টোবর একটি মামলা করেন। এ নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours