অনলাইন ডেস্ক॥
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের খালাজোড়া-আনোয়রপুর সড়কের বড় ব্রিজের পাশে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়। একই সময় উপজেলার দক্ষিণ ইউপির কেন্দুয়াই এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ ভারতীয় থ্রি–পিসসহ রাজিব ও রোকসানাকে গ্রেফতার করা হয়। পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, ১৩৮ থ্রি–পিসসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃতরা হলেন জেলার বিজয়নগরের কাশিনগর এলাকার জামাল মিয়ার ছেলে শাহিন, ত্রিপুরার আগরতলার রামনগর এলাকার রহিম মিয়ার ছেলে রাজিব, চুয়াডাঙ্গার জীবননগরের হানিফ শেখের স্ত্রী রোকসানা। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ভারতীয় থ্রি–পিসসহ ৩ কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অপর দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন, আমাদের অভিযান নিয়মিত চলছে যে কোনো মূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।
+ There are no comments
Add yours