নিজস্ব প্রতিবেদক॥
গতকাল মঙ্গলবার নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ কুমিল্লা’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা শহরের কান্দিরপাড়, রানির বাজার, টাউন হল, নিউমার্কেট এবং ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিকেল ৩টায় শহরের কান্দিরপাড় পূবালী চত্ত্বর থেকে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তরী বাংলাদেশ কুমিল্লা’র আহ্বায়ক হাবিবুর রহমান। উদ্বোধন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তরী বাংলাদেশ কুমিল্লা’র আহবায়ক কমিটির সদস্যরা। তরী বাংলাদেশ কুমিল্লা এর পক্ষে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মো.রেজাউল হাসান এবং আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মো. কামরুর রশীদ, হানিফ চৌধুরী,ইব্রাহিম খলিল, মো.শরিফুল ইসলাম, রাকিবুল হাসান, জাফর সাদিক এবং রাজিব দাস।
সভায় বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন এবং যার যার অবস্থান থেকে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তরী বাংলাদেশ কুমিল্লার আহবায়ক হাবিবুর রহমান জানান – আমাদের ধারাবাহিক কাজের অংশ হিসেবে জনস্বার্থে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম তরী বাংলাদেশ কুমিল্লা এর বিভিন্ন উপজেলা শাখা সমূহের মাধ্যমে অব্যাহত থাকবে ।
+ There are no comments
Add yours