সব কাজেই নিজের ১০০ শতাংশ দেয়

Spread the love

বিনোদন ডেস্ক॥

দক্ষিণি সিনেমা মূলত পুরুষপ্রধান হলেও তামিল, তেলুগু ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে নয়নতারা হয়ে উঠেছেন একাই এক শ। দক্ষিণি ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন তিনি। এই লেডি সুপারস্টারের উত্থানের গল্প বলবে নেটফ্লিক্স। নয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে এই ওটিটি জায়ান্ট। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। নেটফ্লিক্স জানিয়েছে, এই ডকুফিল্ম এমন কিছু বিষয় সামনে নিয়ে আসবে, যা এতদিন ছিল একেবারেই অজানা। অভিনেত্রী দীর্ঘ সময় ধরে তার ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। তরুণ অভিনয়শিল্পীদের অনুপ্রেরণা দিতে সেগুলো প্রকাশ করেছেন এ তথ্যচিত্রে। পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একজন মেয়ে, বোন, জীবনসঙ্গী, মা, বন্ধু এবং ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রী হিসেবে নয়নতারার জীবনটা কেমন, সেটাই দেখানো হয়েছে নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল-এ। লেডি সুপারস্টারের মুখে তার জীবনের গল্প শুনতে অপেক্ষায় তার অনুরাগীরাও।
নয়নতারা-ভিগনেশের বিয়ের কিছু অদেখা দৃশ্য দেখা যাবে নেটফ্লিক্সের তথ্যচিত্রে। থাকবে তাদের রাজকীয় বিয়ের আসরের কিছু ঝলক। কীভাবে চলচ্চিত্র জগতের এই দুটি মানুষ কাছাকাছি এলেন, কীভাবে তারা সব সঙ্কটে একে অপরের পাশে থাকলেন, কীভাবে সেই সম্পর্ক বিয়ের পিঁড়িতে গড়াল- সবটাই গল্পের মতো দেখতে পাবেন দর্শকরা। কোথা থেকে নয়নতারার জীবনের এই রূপকথার শুরু, কেমন তার যাত্রাপথ- বলতে গিয়ে নিজেই যেন খেই হারিয়ে ফেলেছেন অভিনেত্রী। নয়নতারাই একমাত্র সৌভাগ্যবান অভিনেত্রী যিনি রজনীকান্ত, অজিত, বিজয়, শাহরুখ খান, চিরঞ্জীবী, বিজয় সেতুপতি, মোহনলাল, মামুট্টি- সবার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন।
নিজের জীবনের জার্নি নিয়ে নয়নতারা বলেন, ‘অভিনয়জীবন যখন শুরু করেছিলাম, তখন কোনো ধারণাই ছিল না, আমি কোথায় গিয়ে পৌঁছাব। সিনেমায় এত সাফল্য পাব, এমন প্রত্যাশা ছিল না। আমি খুব সাধারণ একজন নারী, যে সব কাজেই নিজের ১০০ শতাংশ দেয়। কাজের প্রতি একনিষ্ঠ থাকাই আমার একমাত্র সম্পদ।’

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours