অনলাইন ডেস্ক॥
গত ৩০ অক্টোবর উপজেলার কুড়িপাইকা গ্রামে দু’পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়। এ ঘটনায় ১ নভেম্বর রাতে মামলা দায়ের করেন বিজিবির অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল গণি শিকদার। মামলায় ওই এলাকার আমিন শিকদার, ছাত্রলীগ নেতা নিয়ামত শিকদার, সারোয়ার সিকদার, রানা সিকদারসহ আটজনের নাম উল্লেখ করা হয়।
একই ঘটনার জের ধরে পরদিন ওই মামলার প্রধান আসামি আমিনুল ইসলামের স্ত্রী খায়রুন্নেছা সিকদার আশা আরেকটি মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষের লোকজনকে আসামি করা হয়। তবে গণি সিকদারের ছেলে তানভীর সিকদার দাবি করেন, তাদের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ হামলা করেছে। বিষয়টি ধামাচাপা দিতে পরে মিথ্যা মামলা দায়ের করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটি মামলা দায়েরের একদিন পর আরেকটি মামলা দায়ের হয়, যা গণমাধ্যম সূত্রে জানা গেছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম গণমাধ্যমকে জানান, অভিযোগ অনুযায়ী একটি পক্ষের দুইজন ও আরেক পক্ষের সাতজন আহত হন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours