বিশেষ প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। আজ বৃহস্পতিবার আস্থা ডায়াগনষ্টিক সেন্টারে দিনভর এই ক্যাম্পে এলাকার অসহায়-দরিদ্র আড়াইশো মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাক্তার জেসমিন কবির,লায়ন্স ক্লাব অব ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার সেক্রেটারি লায়ন এটিএম ফয়েজুল কবির এমজেএফ। এতে সভাপতিত্ব করেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার রুহুল আমীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম লক্ষ্য ছিলো মানবকল্যান। তিনি অসহায় দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা সেবার উদ্যােগের প্রশংসা করেন। অনুষ্ঠানে ডাক্তার রুহুল আমীন,জেসমিন কবির, রোখসানা রহমান ও আব্দুল্লাহ আল মুক্তাদির প্রায় আড়াইশো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours