ভূতে বিশ্বাস করি, তবে যতক্ষণ তাদের দেখতে পাচ্ছি না

Spread the love

অনলাইন ডেস্ক॥
সোমবার কলকাতায় ‘ভুলভুলাইয়া ৩’-এর প্রচারে এসে গণমাধ্যমের মুখোমুখি হন বিদ্যা বালন। একেবারে দীপাবলির সাজে অভিনেত্রীর আগমন। পাশে ছবির নায়ক কার্তিক আরিয়ান। বিদ্যা সংবাদমাধ্যমকে প্রথমেই বাংলায় বললেন, চলুন, শুরু করি।
বলিউড তারকা বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া ৩ ছবির প্রচারে গিয়ে মজার কোনো কমতি রাখেননি। দুজনের দুর্দান্ত কমেডি ও খুনসুটি দর্শকদের হাসিতে ভরিয়ে দেন। এদিন বিদ্যার পরনে ছিল কালো চুড়িদার-কামিজ়। কানে ছিল বড় ঝোলা দুল। ওজন কমিয়ে ফেলেছেন অনেকখানি।
কলকাতার সঙ্গে বহু দিনের যোগাযোগ বিদ্যার। ২০০৩ সালে গৌতম হালদারের ‘ভাল থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন। বাংলাটাও ভালই বলেন তিনি। সুজয় ঘোষের ‘কহানি’র শুটিং এর জন্য দীর্ঘ দিন কলকাতায় ছিলেন তিনি। তাই গত কয়েক দিনে আরজি কর কাণ্ডের জেরে কলকাতার পরিস্থিতি দেখে বিচলিত হয়েছেন বিদ্যাও। অভিনেত্রী বলেন, দুঃখ পেয়েছিলাম। আমার ক্যারিয়ারের শুরু থেকে এই শহর জড়িয়ে রয়েছে। কলকাতা প্রতিবাদের শহর। মায়ের শহরে এই রকম একটা ঘটনা কী ভাবে হয়ে গেল বুঝতে পারলাম না। ‘ভুলভুলাইয়া ৩’ ছবির গানে তার ও মাধুরী দীক্ষিতের যুগলবন্দি ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
বিদ্যা বলেন, মাধুরী ম্যামের সঙ্গে নাচতে হবে বলে শুরু থেকেই ভয়ে ছিলাম। কিন্তু পরে বিষয়টা বেশ ভালই হয়।
২০০৭-এর ছবি ‘ভুলভুলাইয়া’তে বিদ্যা অভিনীত ‘মঞ্জুলিকা’কে আজও দর্শক মনে রেখেছে। প্রেতের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে প্রশংসা পেয়েছিলেন। বাস্তবে নিজেও অশরীরীদের বিশ্বাস করে অভিনেত্রী।
তার কথায়, ভূতে বিশ্বাস করি। তবে যতক্ষণ তাদের দেখতে পাচ্ছি না, আমি খুশি।
আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’। ছবির নায়ক কার্তিকের সঙ্গে এটাই বিদ্যার প্রথম কাজ। সহঅভিনেতা সম্পর্কে বিদ্যা বলেন, কার্তিক খুবই পরিশ্রমী অভিনেতা। শুটিং থেকে শুরু করে ছবির প্রচারের জন্য পরিশ্রম করছে ও। বিদ্যার থেকে নাকি সামান্য বাংলাও শিখেছেন কার্তিক।

সূত্র: আনন্দ বাজার

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours