অনলাইন ডেস্ক॥
আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে এ আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীপন্থি চিকিৎসক নেতা আবু সাঈদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই আদালত।
জানা যায়, ডা. আবু সাঈদ বিএমএর সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন ৷আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার গণমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, রোববার (২৭ অক্টোবর) দুপুরে আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে গ্রেফতার করেন র্যাব-৯ এর সদস্যরা। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন।
+ There are no comments
Add yours