গণভবনকে দ্রুততম সময়ে জাদুঘরে পরিণত করার নির্দেশনা

Spread the love

অনলাইন ডেস্ক॥
আওয়ামী লীগের অপশাসন, নির্যাতন, খুন-গুম এবং স্বৈরাচার উৎখাতের প্রতীক হিসেবে গণভবনকে দ্রুততম সময়ে জাদুঘরে পরিণত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শনের সময় গণঅভ্যুত্থানের জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের এ নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ সময় উপস্থিত ছিলেন।
৫ আগস্ট বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং খুনি হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ নোট লিখে তাদের ক্ষোভ প্রকাশ করে। প্রধান উপদেষ্টার গণভবনের ধ্বংসাবশেষ ও সেসব গ্রাফিতি ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টা বলেন, গণভবনে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাস করেছিলেন, যা দমন ও তার নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছে। গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় তিনি বলেন, জাদুঘরে দুঃশাসনের স্মৃতি এবং জনগণ যে ক্ষোভ প্রকাশ করে তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে উৎখাত করেছিল, সেসব স্মৃতি থাকতে হবে। বন্দিশালা, যেখানে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী কর্মীকে আটক করেছিল তারও একটি রেপ্লিকা গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতেও নির্দেশ দেন তিনি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours