চালক খুন, অটোরিকশা ছিনতাই, আটক ১

Spread the love

অনলাইন ডেস্ক॥

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মনকাসাই এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশাচালকের নাম রিফাত (১৫)। সে উপজেলার কুটি ইউনিয়নের কালা মুড়িয়া গ্রামের মো. আবেদ মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত উপজেলার চন্ডীদ্বার গ্রামের আলমগীর মিয়ার ছেলে আপন মিয়াকে আটক করেছে পুলিশ।

জানা যায়, রিফাত পড়ালেখার পাশাপাশি তার বাবার অটোরিকশা চালাত। বুধবার সন্ধ্যায় সে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে তিনজন যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে। পথিমধ্যে রিফাততে ঘুমের ওষুধ খাইয়ে মনকসাই এলাকায় ফেলে একজন অটোরিকশা নিয়ে চলে যান। বাকি দু’জন রিফাতকে মারধর করেন।

রাতে ছিনতাইকারী আপন মিয়া অটোরিকশাটি উপজেলার শাহপুর এলাকায় একটি গ্যারেজে নিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে গ্যারেজ থেকে অটোরিকশাটি আনতে গেলে স্হানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাকে আটকে মারধর করলে আপন অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এ সময় স্হানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে আপন মিয়ার দেওয়া তথ্যমতে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত দু’জন পলাতক রয়েছেন।

কসবা থানার ওসি জহিরুল হক কবির জানান, অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত আরো দু’জনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours