অনলাইন ডেস্ক॥
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্বাচনি এলাকার দুই উপজেলার একটি আখাউড়া উপজেলা। সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা কাজলকে দেখা গেছে ভারতে। সম্প্রতি সেখানে স্ত্রীকে নিয়ে মার্কেটে ঘুরে বেড়ানোর ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে কাজল তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে আত্মগোপনে ছিলেন।
একটি বিশ্বস্ত সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের আগরতলায় পালিয়ে যান মেয়র কাজল। পর দিন তার তৃতীয় স্ত্রী তানিয়া আক্তার পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে বিমানে আগরতলায় যান। সম্প্রতি দুর্গাপূজায় আগরতলার বেশ কয়েকটি মণ্ডপে মেয়র কাজলকে ঘুরতে দেখা যায়। তার মণ্ডপে মণ্ডপে ঘোরার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি আগরতলা শহরের স্মার্ট বাজার শপিং মলে তাকে এবং তার স্ত্রী তানিয়া আক্তারকে শপিং করতে দেখা যায়।
সেই শপিংয়ের বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়- মেয়র কাজল তার গোঁফ কেটে ফেলেছেন। মেয়র কাজলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, আগরতলা শহরের পাশেই একটি বাড়িতে কাজল তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল। তবে এলাকায় তিনি মেয়র কাজল নামেই বেশি পরিচিত। ২০১২ সালে হওয়া উপনির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। সূত্র: দৈনিক যুগান্তর অনলাইন।
+ There are no comments
Add yours