৪ বছর আগে কম্বল ‘ছিনতাইয়ের ঘটনায় মামলা
অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার বছর আগে কম্বল বিতরণ করতে এসে বাধার শিকার ও কম্বল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আখাউড়া পৌরসভার সাবেক মেয়রসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের পক্ষে আব্দুল্লাহ আল মাহমুদ নামে একজন বাদী হয়ে গত রোববার রাতে এ মামলা দায়ের করেন।
মামলায় আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। যাদের বেশিভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ রোববার রাতেই জালাল সরকার নামে একজনকে গ্রেফতার করেছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম জানান, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষে রেলস্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে বাধা দেন ও কম্বল ছিনিয়ে নেন।
অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার বছর আগে কম্বল বিতরণ করতে এসে বাধার শিকার ও কম্বল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আখাউড়া পৌরসভার সাবেক মেয়রসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের পক্ষে আব্দুল্লাহ আল মাহমুদ নামে একজন বাদী হয়ে গত রোববার রাতে এ মামলা দায়ের করেন।
মামলায় আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। যাদের বেশিভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ রোববার রাতেই জালাল সরকার নামে একজনকে গ্রেফতার করেছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম জানান, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষে রেলস্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে বাধা দেন ও কম্বল ছিনিয়ে নেন।
+ There are no comments
Add yours