মানুষের ওজন মেপে দৈনিক আয় ৬০০-৮০০

Spread the love


অনলাইন ডেস্ক॥
শুধু ওজন মাপার কাজ করেন তারা। আর তাতেই গড়ে প্রতিদিন ৩০০–৪০০ টাকা আয় হলেও শুক্রবারে তা বেড়ে ৬০০–৮০০ টাকায় দাঁড়ায়। পথে হাঁটতে হাঁটতে কখনো কি আপনার চোখ পড়েছে ওজন মাপার মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ? রাস্তার ধারে, পার্কের প্রবেশপথে, অথবা কোনো ব্যস্ত বাজারের মোড়ে প্রায়ই দেখা যায় তাদের। পথচারীদের ওজন মাপার বিনিময়ে জীবিকার একটি পথ তৈরি হয় এই মানুষগুলোর। হয়তো পাঁচ-দশ টাকায় আপনিও মেপে নেন নিজের ওজন। এই মেশিনটিই তাদের জীবিকা। প্রতিদিন অসংখ্য পথচারী কৌতূহলবশত তাদের কাছে থামেন, ওজন মাপেন। যারা স্বাস্থ্যসচেতন, তারা তো নিয়ম করেই ওজন মাপেন। রোদ-বৃষ্টি, ধুলোবালি, শীত কিংবা তাপ—যা-ই আসুক, শহরের অলিগলিতে ছড়িয়ে থাকা এই মানুষগুলো বসে থাকেন পথচারীর আশায়। বিকেল হলেই ওজন মাপার মেশিন নিয়ে রমনা পার্কের এক কোণায় দাঁড়িয়ে পড়েন মো. সিদ্দিক হোসেন। পাঁচ বছর ধরে তিনি এই কাজ করছেন। নিয়ম করে একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, যাতে পুরোনো খদ্দেররা তাকে সহজে খুঁজে পায়। আর এভাবেই জীবিকার একটি মাধ্যম হয়ে ওঠে মেশিন দিয়ে মানুষের ওজন মাপা।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours