অণরাইন ডেস্ক॥
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আক্তার হোসেন ওই গ্রামের সৈয়দ হোসেনের ছেলে। তিনি তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হাজী আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, আক্তার হোসেনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত হামলা চালান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওইদিন বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। ক্ষমতার পট পরিবর্তনের পর আহতরা বাদী হয়ে বিস্ফোরক আইনে ৫টি পৃথক মামলা দায়ের করেন। আক্তার হোসেন এসব মামলার এজাহারভুক্ত আসামি।
+ There are no comments
Add yours