আট জাতীয় দিবস বাতিলের আদেশ জারি

Spread the love


অনলাইন ডেস্ক॥

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বুধবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ আদেশ পাঠানো হয়েছে।

বাতিল করা দিবসগুলোর মধ্যে রয়েছে:

৭ মার্চ
১৭ মার্চ (জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস)
৫ আগস্ট (শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী)
৮ আগস্ট (বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী)
১৫ আগস্ট (জাতীয় শোক দিবস)
১৮ অক্টোবর (শেখ রাসেল দিবস)
৪ নভেম্বর (জাতীয় সংবিধান দিবস)
১২ ডিসেম্বর (স্মার্ট বাংলাদেশ দিবস)

গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours