সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ এল ৩৪৩০ মেট্রিক টন

Spread the love


প্রতিনিধি

দুর্গাপূজার ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৪৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বুধবার দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশে এই পেঁয়াজ আমদানি হয়।
সোনামসজিদ স্থলবন্দরের প্যানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম জানান, দুর্গাপূজার ৬ দিনের ছুটি শেষে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুপুর ৩টা পর্যন্ত বন্দরে ১২৭টি ট্রাকে ৩ হাজার ৪৩০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে।
তিনি আরও জানান, আজও বেশ কিছু ট্রাকে ভারতীয় পেঁয়াজ প্রবেশের পথে রয়েছে। বর্তমানে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার নিম্নমুখী হয়েছে। সামনের দিনে পেঁয়াজের দাম আরও কমবে।
এদিকে,আমদানি বাড়ায় স্থানীয় বাজারে ১০-১২ টাকা কমেছে পেঁয়াজের দাম। আগে প্রতিকেজি পেয়াজ বিক্রি হতো ১০০ টাকা দরে, আজ থেকে বিক্রি হচ্ছে ৯০ টাকা।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours