অনলাইন ডেস্ক:
সমুদ্রপথে হাজীদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কমবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিআ’ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জাহাজে হাজীদের পাঠানো হলে চার্টার জাহাজ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকা যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ঋণ দেয় তাহলে হাজীদের কম খরচে পাঠানো সম্ভব হবে।’ হেফাজতে ইসলামের জেলার সাবেক সহ-সভাপতি আবু তাহের জিহাদীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম মতের মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে। ধর্মে অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার লেখাপড়া করার অধিকার, চাকরি পাওয়ার অধিকার। সব অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা সব সময় খোলা এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য আমরা সচেষ্ট আছি এবং থাকব।’
+ There are no comments
Add yours