অনলাইন ডেস্ক:
ছাত্র-জনতার আন্দোলন দমাতে গিয়ে হত্যা ও গণহত্যায় অংশ নেওয়া পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বিচারের আওতায় আনতে তালিকা তৈরির কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্দোলন দমনের নামে পুলিশের কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা। এরপর অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে ঢাকায় ছাত্র-জনতার গণআন্দোলন দমনে ১৮ ও ১৯ জুলাই এবং ৩ থেকে ৫ আগস্ট পাঁচ দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার কার নির্দেশে গুলি করা হয়েছিল, কে কত গুলি করেছিল, মাঠ পুলিশের কোন কোন সদস্য আন্দোলন দমনে অংশ নিয়েছিল তার বিস্তারিত তথ্য জানতে ডিএমপিকে চিঠি দিয়েছে সংস্থাটি। সে অনুযায়ী ডিএমপি কাজ শুরু করেছে।
অন্যদিকে, আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডারদের বিরুদ্ধে। এ কারণে দলীয়প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপিদের পাশাপাশি এসব ক্যাডারেরও বিচারের আওতায় আনতে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও পুলিশ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
+ There are no comments
Add yours