অনলাইন ডেস্ক:
বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-এর ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটিতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ), রাইটারসহ ১০টি শাখায় লোকবল নিয়োগ করা হবে।
পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।
পদসংখ্যা: ৩২৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/মাদ্রাসা (বিজ্ঞান)/ ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পদের নাম: মেডিকেল।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।
পদের নাম: পেট্রোলম্যান।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: রাইটার।
পদসংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: স্টোর।
পদসংখ্যা: ২২টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: মিউজ।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।
পদের নাম: এমওডিসি (নৌ)।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব। পদের নাম: কুক। পদসংখ্যা: ২৮টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব। পদের নাম: স্টুয়ার্ড। পদসংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব। পদের নাম: টোপাস। পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা। সিম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।
পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)। অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-–৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন– বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)। এমওডিসি (নৌ)–উচ্চতা ৫–-৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–-বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)। বয়স ও অন্যান্য যোগ্যতা: বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)। বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিক ও মহিলা নাবিক: ১৭–-২০ বছর। এমওডিসি (নৌ) : ১৭–-২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা এ প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আরও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪। সূত্র: দৈনিক সমকাল
+ There are no comments
Add yours