ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ২২টি গ্যাস উত্তোলন ট্যাংক ও ৭ হাজার মিটার পাইপ অপসারণ

Spread the love


অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে উড়াল গ্যাসের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নের শ্যামপুর ও বাকাইল গ্রামের পাশে তিতাস নদীতে অবৈধ গ্যাসের পাইপ লাইনসমূহ উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ।

অভিযানে উড়াল গ্যাস ব্যবহার কাজে ব্যবহৃত তিতাস নদীতে অবৈধভাবে স্থাপিত ২২টি গ্যাস উত্তোলন ট্যাংক ও প্রায় ৭ হাজার মিটার পাইপ অপসারণ করা হয়।

অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ জানান, উড়াল গ্যাস ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

অপরদিকে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশন) মো. আশরাফুল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া তিতাসের-৩ নম্বর কূপ থেকে এই গ্যাস লিকেজ হচ্ছিল। এ ঘটনায় গত ২০০৬ সালে তিতাসের ৩ নম্বর কূপটি বন্ধ করা হয়। বর্তমানে লিকেজ দিয়ে যে গ্যাস বের হচ্ছে তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ইকরামুল হক নাহিদসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা এবং সদর থানা পুলিশ উপস্থিত ছিলো।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours