অনলাইন ডেস্ক:
চার কোণা একটি বক্সে যাত্রা শুরু। শুরু হলো খোলা আকাশের নিচে দড়ির মতো তার বেয়ে এগিয়ে চলা। উপরে উঠছে তো উঠছেই! পথ যেনো আর শেষ হয় না। একেকটা পিলার কত নিচ থেকে ক্যাবলগুলোকে আটকে রেখেছে না দেখলে বোঝা কঠিন। প্রায় ৩৮টার মতো পিলার টপকে তখন বক্সটি ওঠে এলো ৬ হাজার ফিট উচ্চতায়। ভাবা যায়, এতো উচ্চতায়! পৃথিবীর সর্ববৃহৎ ক্যাবল কার ভ্রমণের অভিজ্ঞতা হলো মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড। ওপারে নামতেই ৫ তারকা হোটেলের ক্যাসিনোগুলোর অবস্থান প্রায় কিলোমিটারের মতো। পৃথিবীর নামকরা প্রথম সারির ক্যাসিনোগুলোর বেশ কয়েকটি এখানেই অবস্থিত। গ্যান্টিং গ্রান্ড নামে একটি হোটেল রয়েছে এখানে। ২৩ ডিগ্রি তাপমাত্রায় মধ্যদুপুরের তাপমাত্রা ঠান্ডার মতোই। সময় গড়িয়ে বিকেল আসতেই মেঘে ঢেকে যায় পুরো হাইল্যান্ড। পাহাড়কে অতিরিক্ত না কেটে ভিত্তিপ্রস্তর বাড়িয়ে পাঁচতলা পর্যন্ত পার্কিংগুলোর কারণে প্রকৌশলীরা অনন্য দক্ষতা দেখিয়েছে। আরও হোটেল নির্মাণের কাজ চলছে এখানে। সুউচ্চ ভবনের এই হোটেলগুলোর প্রতিটিতে রয়েছে রেস্টুরেন্ট, ক্যাসিনো, শপিং মলসহ নানাবিধ সুবিধা। হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড, হোটেল রিসোর্ট, হোটেল থিমপার্ক, ম্যাক্সিমসসহ রয়েছে বেশ কয়েকটি নামকরা হোটেল। পর্যটকদের আকর্ষণ করতে কিডস ওয়ার্ল্ড, কফি শপসহ কী নেই এই হাইল্যান্ডে? বিশেষ করে পৃথিবীর প্রায় ৫০টি দেশের বিভিন্ন ভাষার নারীরা জব করে এখানে।
+ There are no comments
Add yours