২৪০ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার

Spread the love

বিশেষ প্রতিবেদক॥
মামলা করার পরদিনই মামলা প্রত্যাহার করেছেন বাদী। বুধবার(২৫শে সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া সদর আদালতে মামলাটি দায়ের করেন শহরের কাজীপাড়া গোকর্ণ রোডের বাসিন্দা মো: শিহাব উদ্দিন চৌধুরী। এতে গত ৪আগষ্ট শহরের মৌলভীপাড়া ও পৌর মুক্ত মঞ্চ এলাকায় সংগঠিত ঘটনার বিষয়ে দায়ের করা এই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৪০জনকে এজাহারনামীয় আসামী করা হয়। অজ্ঞাত আসামী করা হয় আরো এক-দেড়শো জনকে। মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ১ থেকে ৫নং আসামীর নির্দেশে অন্যান্য আসামীরা তিনিসহ কয়েকজন সাক্ষীর উপর হামলা করেন। এতে তারা বেশ কয়েকজন আহত হন। এছাড়া আসামীরা ব্যাংক এশিয়া, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়, নন্দিতা কালার ল্যাবসহ বিভিন্ন স্থাপনায় পেট্রল বোমা ও ককটেল মেরে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি করে। আদালত মামলাটিকে নথিভুক্ত করতে সদর থানা পুলিশকে নির্দেশ দেন।
মামলায় এজাহারনামীয় আসামীদের উল্লেখযোগ্য কয়েকজন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদ,ডাক্তার আবু সায়ীদ,ডাক্তার ডিউক চৌধুরী,ব্যবসায়ী আশিষ পাল,পৈরতলার কাউসার মিয়া,মধ্যপাড়ার আল মামুন,রাধুনী হোটেলের মো: ফখরুল হাসান,কসবার গোপীনাথপুরের প্রিন্সিপাল আকরাম খান,সদরের সাবেক ভাইস চেয়ারম্যান মো: মহসীন মিয়া,নাটাই উত্তরের আবু সায়ীদ চেয়ারম্যান,কালীসীমার শাহআলম চেয়ারম্যান,নাটাই দক্ষিনের সাবেক চেয়ারম্যান কদর আলম সিদ্দিকী,ইউপি সচিব মান্না চক্রবর্তী।
গতকাল বৃহস্পতিবার এই মামলাটি প্রত্যাহার করে নেন বাদী।
বাদী মো: শিহাব উদ্দিন চৌধুরী মামলাটি প্রত্যাহার করে নেয়ার কথা স্বীকার করলেও এবিষয়ে আর কোন কথা বলতে রাজী হননি। বাদী পক্ষের একজন আইনজীবি জহিরুল ইসলাম মামলা প্রত্যাহারের কারন সম্পর্কে সাংবাদিকদের জানান-বাদী বলেছেন স্বাক্ষীদের ভুল তথ্য বা তার ভুল বুঝাবুঝির কারনে মামলা করেছিলাম। আমি মামলা চালাবোনা। প্রত্যাহার করে নিলাম।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours